Thursday, November 13, 2025

বিধানসভার আগে জোর জনসংযোগে, ‘বাংলার গর্ব মমতা’য় প্রচার কর্মসূচি ঘোষণা

Date:

Share post:

বহু প্রতীক্ষিত ইভেন্ট ‘বাংলার গর্ব মমতা’ ঘোষণা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফে ৩ ধাপে প্রচার চলবে। ৭ মার্চ থেকেই শুরু হবে কর্মসূচি। রাজ্য সরকাররের উন্নয়নমূলক কাজের প্রচার একেবারের বুথ স্তরে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট ছোট ভিডিও মাধ্যমেও চলবে প্রচার। প্রত্যেক এলাকায় জনজাতির ভিত্তিতে আলাদা করে সভা, সম্মেলন চলবে। সবমিলিয়ে ‘বাংলার গর্ব মমতা’ ইভেন্টের মধ্যে আরও একগুচ্ছ প্রচার কর্মসূচি নিয়ে লড়াইয়ের ময়দানে নামছে রাজ্যের শাসকদল।তিনটি ধাপে কর্মসূচি পালিত হবে। প্রথম ধাপে প্রচার চলবে ৭ মার্চ থেকে ১৫ তারিখ, দ্বিতীয় ধাপে ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল ও তৃতীয় ধাপ ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।
• দলের পুরনো কর্মীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি সম্মেলন।
• ২৭৭ টি বিধানসভা কেন্দ্রে তফসিলি জাতির সদস্যদের জন্য সংহতি সভা
• ৯৭ টি বিধানসভা কেন্দ্রের তফসিলি উপজাতিদের সঙ্গে জনসংযোগে চেতনা সভা।
• ৩৫০০ পঞ্চায়েত ও পুরসভা এলাকায় জনসভা ‘বাংলার বার্তা’।
• ১ লক্ষ যুবককে নিয়ে ২০ হাজার জনবসতি এলাকায় যুবদের একত্রিত করে দলে যোগদান নবীন বরণ সভার অধীন।
• বিশিষ্ট সম্মেলনে ২৯৪ বিধানসভায় ১৫ হাজার মহিলাকে বিশেষ সম্মান প্রদান।
• ২৯৪ বিধানসভায় ২৫০০০ জনমত গঠনকারী মানুষের সঙ্গে তৃণমূলের সাথে মান্যজন-র অধীন একক বৈঠক নেতাদের।
দ্বিতীয় ধাপে ২০ মার্চ থেকে জনবসতিপূর্ণ এলাকায় হবে বঙ্গধ্বনি যাত্রা।
তৃতীয় পর্যায়ে হবে তৃণমূল পদাতিক সম্মেলন। ১৫০০ কিলোমিটার পদযাত্রা ও বুথ কর্মী সম্মেলন। ২৯৪ টি বিধানসভার অন্তত ৫ লক্ষ বুথে এই প্রচার হবে। তৃণমূল নেত্রী এতদিন বিভিন্ন সভায় উল্লেখযোগ্য যা বলেছেন, তা একত্রিত করে ট্যাবলোতে চালানো হবে সর্বত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের কাজ, রাজনৈতিক জীবন সংগ্রাম তুলে ধরা হবে ওই ভিডিওতে।

spot_img

Related articles

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...