সংসদে বিল পাশ করে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের আইন লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এই কেন্দ্রীয় আইনের বিরোধিতায় ৩৭০ ধারা বিলোপের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলাকারীদের আর্জি ছিল এই বিষয় বিচার করার জন্য সাত সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করা হোক। সোমবার সেই আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি রামান্নার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ জানিয়েছে, ৩৭০ ধারা সংক্রান্ত আইন পর্যালোচনার জন্য বৃহত্তর বেঞ্চ গঠনের প্রয়োজন নেই। সর্বোচ্চ আদালতের এই নির্দেশে স্বস্তি বাড়ল কেন্দ্রের।

আরও পড়ুন-‘সামনা’র নতুন সম্পাদক উদ্ধবের স্ত্রী রশ্মি ঠাকরে
