Friday, August 22, 2025

দেশে আক্রান্ত ২৮, আতঙ্কের কারণ নেই জানালেন হর্ষবর্ধন

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ভারতে। বাড়ছে সংক্রামিতের সংখ্যা। বুধবার সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, ‘‘ভারতে আক্রান্ত হয়েছেন ২৮ জন । যার মধ্যে ১ জন দিল্লি, ১ হায়দরাবাদ, ৬ জন আগ্রা, ১৬ জন ইতালি ফেরত পর্যটক,  ১ জন তেলেঙ্গানা এবং ৩ জন কেরালার বাসিন্দা। অযথা ভয় ছড়াবেন না। গোটা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক হবে।’’

ইতালি ফেরত দিল্লির বাসিন্দা ও দুবাই ফেরত হায়দরাবাদে যুবকের শরীরে করোনাভাইরাসের খোঁজ মেলায় তৈরি হয়েছে আতঙ্ক। অন্যদিকে কেরলে উহান ফেরত তিন ছাত্রও আক্রান্ত করোনাভাইরাসে আক্রান্ত। দিল্লিতে ২৩ জন ইতালিয় পর্যটকের মধ্যে ১৬ জনকে ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ক্যাম্পে পাঠানো হয়েছে। জয়পুরেও আক্রান্ত এক ইতালিয় পর্যটক। ভাইরাস সংক্রমণের খবর মিলেছে বিহার, আগ্রা থেকেও। লখনউ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আগ্রার একই পরিবারের ৬ সদস্যকে। পাশাপাশি চিনের পরে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে ইরানে। সেখানকার পরিস্থিতিও বিপজ্জনক।

এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে তৈরি আছে মেডিক্যাল টিম। বিদেশ থেকে ভারতে আসা পর্যটকদের মানেসরের আইসোলেশন ইউনিট ও আইটিবিপি-র ক্যাম্পে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে নয়ডার স্কুল প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘‘স্কুলের পরিবেশ আপাতত স্থিতিশীল। স্কুল স্যানিটাইজ করছে মেডিক্যাল টিম। আইসোলেশন ক্যাম্পে রাখা হয়েছে ৪০ জন পড়ুয়াকে। এখনও পর্যন্ত কোনও সংক্রামিতের খোঁজ মেলেনি। যে পড়ুয়ার অভিভাবক ভাইরাস আক্রান্ত তাঁর অবস্থাও স্থিতিশীল।’’

বিশেষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশ থেকেও এই মুহূর্তে সিঙ্গাপুর, চিন, জাপান, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ভিসা বাতিল করা হয়েছে ইতালি, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্য। সমুদ্রবন্দর সহ দেশের ২১টি বিমানবন্দরে চলছে বিশেষ থার্মাল স্ক্রিনিং। এদিন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, কিছু নিয়ম মেনে চললে এই মারণ ভাইরাসের প্রকোপ রোখা সম্ভব। সামান্য উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।

আরও পড়ুন-মোদি সরকারের চাপ বাড়িয়ে অন্ধ্রেও পাশ এনপিআর বিরোধী প্রস্তাব

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...