Friday, October 31, 2025

বিদেশ থেকে ফিরেই অনুষ্ঠানে, এবার তোপের মুখে ‘দায়িত্বজ্ঞানহীন’ অঞ্জন দত্ত

Date:

Share post:

লন্ডন-ফেরত আমলা-পুত্রের পর একই অভিযোগ উঠলো অভিনেতা- গায়ক- পরিচালক অঞ্জন দত্ত’র বিরুদ্ধে৷ অঞ্জন দত্তকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

অভিযোগ, সোমবার অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর হয়ে ভারতে ফিরেছেন গায়ক অঞ্জন দত্ত। কলকাতায় ফিরেই অঞ্জন দত্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক অনুষ্ঠানে যান, গানও করেন। শুধু এটুকুই নয়, বিদেশ থেকে ফেরা অঞ্জন দত্ত ওই অনুষ্ঠানে অসংখ্য মানুষের সংস্পর্শেও এসেছেন! ‘দায়িত্বজ্ঞানহীন’ এই আচরনের অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোপের মুখে তিনি।

জানা গিয়েছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ওই জমায়েতে অঞ্জন দত্ত অন্তত ৩০০-৪০০ মানুষের সংস্পর্শে এসেছেন৷ অনুষ্ঠানটি হয় কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিস প্রাঙ্গনে৷ সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে ওই অনুষ্ঠানে গানও গেয়েছেন তিনি।
প্রশ্ন উঠেছে, সদ্য বিদেশ ফেরত এই গায়কের সংস্পর্শে যাঁরা এলেন, তাঁরা এখন কতখানি নিরাপদ ? ওই অনুষ্ঠানের আয়োজক এবং শিল্পী, দু’তরফকেই চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন বলছেন সাধারন মানুষ৷ বিদেশ ঘুরে রাজ্যে ফেরা যে কোনও মানুষের ক্ষেত্রে যেখানে ১৪ দিন গৃহবন্দি থাকার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার, সেখানে অঞ্জন দত্তের মতো মানুষ এই মারাত্মক ভুল কী করে করলেন?

ওদিকে এই অভিযোগের উত্তরে কিছুটা আমতা আমতা করেই অঞ্জন দত্ত বলেছেন, “আমি বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে অনেক রাতে অল্প সময়ের জন্য সেখানে গিয়েছিলাম৷ সে দিন আমি কোনও লোকের সঙ্গে হাত মেলাইনি। যখন জমায়েতে যাই ভিড় ছিল না। যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে দূর থেকে দেখা করেছি। ওখানে যাওয়ার আগে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছি। বিমানবন্দরে আমাদের ব্যান্ডের পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। তবে এখন আমি আর আমার ব্যান্ডের সবাই আগামী ১৪ দিন নিজেদের গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছি৷”

প্রশ্ন উঠেছে, অঞ্জন দত্তের এই সাফাই কতটা যুক্তিগ্রাহ্য?

spot_img

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...