Friday, August 29, 2025

বিদেশ থেকে ফিরেই অনুষ্ঠানে, এবার তোপের মুখে ‘দায়িত্বজ্ঞানহীন’ অঞ্জন দত্ত

Date:

Share post:

লন্ডন-ফেরত আমলা-পুত্রের পর একই অভিযোগ উঠলো অভিনেতা- গায়ক- পরিচালক অঞ্জন দত্ত’র বিরুদ্ধে৷ অঞ্জন দত্তকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

অভিযোগ, সোমবার অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর হয়ে ভারতে ফিরেছেন গায়ক অঞ্জন দত্ত। কলকাতায় ফিরেই অঞ্জন দত্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের এক অনুষ্ঠানে যান, গানও করেন। শুধু এটুকুই নয়, বিদেশ থেকে ফেরা অঞ্জন দত্ত ওই অনুষ্ঠানে অসংখ্য মানুষের সংস্পর্শেও এসেছেন! ‘দায়িত্বজ্ঞানহীন’ এই আচরনের অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোপের মুখে তিনি।

জানা গিয়েছে, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ওই জমায়েতে অঞ্জন দত্ত অন্তত ৩০০-৪০০ মানুষের সংস্পর্শে এসেছেন৷ অনুষ্ঠানটি হয় কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিস প্রাঙ্গনে৷ সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে ওই অনুষ্ঠানে গানও গেয়েছেন তিনি।
প্রশ্ন উঠেছে, সদ্য বিদেশ ফেরত এই গায়কের সংস্পর্শে যাঁরা এলেন, তাঁরা এখন কতখানি নিরাপদ ? ওই অনুষ্ঠানের আয়োজক এবং শিল্পী, দু’তরফকেই চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন বলছেন সাধারন মানুষ৷ বিদেশ ঘুরে রাজ্যে ফেরা যে কোনও মানুষের ক্ষেত্রে যেখানে ১৪ দিন গৃহবন্দি থাকার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার, সেখানে অঞ্জন দত্তের মতো মানুষ এই মারাত্মক ভুল কী করে করলেন?

ওদিকে এই অভিযোগের উত্তরে কিছুটা আমতা আমতা করেই অঞ্জন দত্ত বলেছেন, “আমি বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে অনেক রাতে অল্প সময়ের জন্য সেখানে গিয়েছিলাম৷ সে দিন আমি কোনও লোকের সঙ্গে হাত মেলাইনি। যখন জমায়েতে যাই ভিড় ছিল না। যাঁরা ছিলেন তাঁদের সঙ্গে দূর থেকে দেখা করেছি। ওখানে যাওয়ার আগে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়েছি। বিমানবন্দরে আমাদের ব্যান্ডের পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ আসে। তবে এখন আমি আর আমার ব্যান্ডের সবাই আগামী ১৪ দিন নিজেদের গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছি৷”

প্রশ্ন উঠেছে, অঞ্জন দত্তের এই সাফাই কতটা যুক্তিগ্রাহ্য?

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...