মানবজাতির বিরুদ্ধে বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধ ঘোষণা করেছে কোভিড-১৯ ভাইরাস বা মারণ করোনা। আর এই হত্যালীলা চালানো করোনার গ্রাস থেকে মুক্তি পেতে দুনিয়াজুড়ে চলছে লকডাউন। করোনাভাইরাসের প্রকোপ কমাতে দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে রুয়ান্ডা সরকার। আর সরকারি নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে আসায় রুয়ান্ডায় দুই যুবককে গুলি করে মারলো পুলিশ।

ওয়াশিংটন পোস্টের খবরে অনুযায়ী, রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেন, প্রথমে তাঁদের সতর্ক করা হয়। কিন্তু ওই দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এরপর গুলি করা হয় পুলিশের দিক থেকে।

পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডার করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর উপ-সাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়। সারা সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রবিবার থেকে। শুধু জরুরি পরিষেবাগুলো এই সময় চালু আছে। রুয়ান্ডা সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি নাগরিককে ঘর থেকে বার হতে নিষেধ করা হয়। কিন্তু ওই দুই যুবক অপ্রয়োজনে বাইরে এসেছিল বলে দাবি পুলিশের। আর সেই কারণেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

একটা মানবজাতি এবং দেশকে বাঁচাতে রুয়ান্ডা পুলিশের এই ভূমিকার সমালোচনা নয়, বরং দেশবাসী এই ঘটনায় পুলিশকে সমর্থন করছে।