কলকাতার বাইরেও রাজ্যের কয়েকটি জেলায় বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাসের হদিশ মিলছে। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা করোনা পজেটিভ জানার পরে, রবিবার শেওড়াফুলির এক প্রৌঢ়ের শরীরে মিলল মারণ ভাইরাস। এই নিয়ে একই দিনে ৩জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। তিনি কলকাতার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। তাঁর নমুনা পরীক্ষা করার পরে রাত 10টা নাগাদ রিপোর্ট পজেটিভ মিলেছে। কয়েকদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। তবে তাঁর বিদেশ সফরের কোনও খবর মেলেনি। তবে, সেক্টর ফাইভের আইটি সেক্টরে কর্মরত ওই ব্যক্তি অফিসের কাজে দুর্গাপুরে যাতায়াত করতেন। শেওড়াফুলির ৫৬ বছরের এই ব্যক্তিকে নিয়ে রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২১।
