করোনা-যুদ্ধ জয়ের পরামর্শ দিলেন নোবেলজয়ী অভিজিৎ- এস্থার

করোনা আপডেট :২৯ মার্চ, রাত ১১ টা। বিশ্ব : আক্রান্ত ৭,০৩,৮৬৭, মৃত ৩৩,২১৪ । দেশ : আক্রান্ত ১০৩৭, মৃত ২৭। রাজ্য : আক্রান্ত ২১, মৃত ১

করোনা- মোকাবিলার পরামর্শ দিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং এস্থার দুফলো। পরামর্শের মূল কথা, নাগরিকদের মধ্যে সচেতনতা তো গড়ে তুলতে হবে, একইসঙ্গে স্বাস্থ্য পরিকাঠামোও শক্তপোক্ত করতে হবে৷

লকডাউনের সময় ঠিক কী কী করণীয়, তা নিয়েও ৯ দফা পরামর্শ দিয়েছেন নোবেলজয়ী এই দম্পতি।

পশ্চিমবঙ্গে করোনা- সচেতনতার প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত করেছেন অভিজিৎ এবং এস্থারকে। কর্নাটকে এই একই বিষয়ে একটি সমীক্ষাও দ্রুত সেরে ফেলেছেন তাঁরা। তাঁদের নজরে এসেছে যে সব তথ্য ও যুক্তি, তার ভিত্তিতেই নোবেলজয়ী এই দম্পতি’র অভিমত৷

◾করোনাভাইরাসের নাম শুনলেও বেশির ভাগ মানুষই এখনও জানেন না, এটি এড়াতে ঠিক কোন কোন বিষয়ে নজর দিতেই হবে৷

◾২১ দিনের লকডাউনের জন্য ভারতে করোনা- সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেলেও এর মূল রাশ টেনে ধরা খুব কঠিন।

◾কারণ, নতুন করে বহু মানুষের মধ্যে করোনা ছড়িয়ে দিতে পারেন সংক্রমিত ব্যক্তি।

◾করোনাভাইরাস বহনকারীদের চিহ্নিত করাও বেশ কঠিন কাজ।

◾ঘনবসতিপূর্ণ এলাকার কোনও বাসিন্দা এই ভাইরাসে আক্রান্ত হলেও তা রোখা মুশকিল হবেই৷

◾ ২১ দিনের লকডাউনের বিধিনিষেধ উঠে গেলে করোনা- আক্রান্তের হার বৃদ্ধিরও সম্ভাবনাও প্রবল৷

◾২১ দিনের লকডাউনের মধ্যেই সংক্রমণে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে, এমনটাও মনে করা উচিত নয়৷

কী ভাবে এই ভাইরাসকে রোখা যাবে, সে বিষয়ে ৯টি পথ বাৎলেছেন বলেছেন অভিজিৎ এবং এস্থার।

🔵 করোনা-সচেতনতার প্রচার এমন ভাবে চালাতে হবে যাতে প্রতিটি পরিবারের অন্তত ১ জন সদস্য করোনা-সচেতন থাকেন।

🔵 ধরে নিতে হবে
সংক্রমণ হবেই৷ তাই লক্ষ রাখতে হবে, যাতে করোনা- আক্রান্ত ব্যক্তি কোনও ভাবেই সামাজিক ভাবে একঘরে না হয়ে যান বা তা লুকিয়ে না রাখেন।

🔵 বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এই ভাইরাসে আক্রান্তদের চিহ্নিত করে তা সামনে আনা সরকারের উচিত হবে৷

🔵 গ্রামীণ এলাকার স্বাস্থ্যকর্মীদের বিশেষ ভাবে প্রশিক্ষিত করতে
হবে৷ তাঁদেরই করোনা- বিষয়ে সংশ্লিষ্ট মহলের কাছে রিপোর্ট করতে পারেন।

🔵 করোনা সংক্রান্ত রিপোর্ট যাতে দ্রুত এবং দক্ষতার সঙ্গে একত্র করা যায়, তা-ও খেয়াল রাখতে হবে। করোনা পরিসংখ্যান-গ্রাফ তৈরিতে গোটা দেশ থেকে পাওয়া রিপোর্ট সাহায্য করবে৷

🔵 চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের একটি ভ্রাম্যমান টিম তৈরি করতে হবে। তাদের দিতে হবে করোনা-পরীক্ষার সরঞ্জাম৷

🔵 এই টিম যাতে সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতাল ব্যবহার এবং সেখানকার প্রয়োজনীয় পরিকাঠামো ব্যবহারের সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে।

🔵 সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা যাতে অর্থনৈতিক ভাবে অনগ্রসরেরা পান, তা দেখতে হবে সরকারকে। অর্থনৈতিক বিপর্যয় কাটাতে তা কাজে লাগবে৷

🔵 করোনার প্রতিষেধক না পাওয়া পর্যন্ত সরকারের এই ‘ফৌজি- তৎপরতা’ চালিয়ে যেতে হবে। প্রতিষেধক মিললেও স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার কাজ করে যেতে হবে।

Previous articleশেওড়াফুলিতে করোনা সংক্রমণ প্রৌঢ়ের, রাজ্যে আক্রান্তের সংখ্যা 21
Next articleউচ্চকন্ঠে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন রাজ্যপাল