নিজে ডাক্তার, তাই করোনা লড়াইয়ে সামনের সারিতে শান্তনু

  1. তিনি নিজে চিকিৎসক। তাই হাড়ে হাড়ে জানেন করোনা ভাইরাস বা কভিট-১৯ কতোটা মারাত্মক হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে এলাকার মানুষের মধ্যে সংক্রামিত করতে বদ্ধপরিকর। ডাঃ শান্তনু সেন সাংসদ, ছিলেন কলকাতার ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট। করোনা পর্ব ও লক ডাউন পর্ব, এই সময়ে ঘরবন্দি থাকছেন নিয়ম মেনেই। কিন্তু এলাকার মানুষকে সতর্ক করতে নিয়ম মেনে, সোশ্যাল।ডিসট্যান্স তৈরি করে প্রচার চলছে, ঘরে ঘরে মাস্ক, স্যানিটাইজার বিলি করছেন। আর সেই সঙ্গে লক ডাউনে কাজ কাজ না থাকা মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও তুলে দিচ্ছেন। শান্তনুকে নিয়ে একটি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে। দেখে নিন সেই ভিডিও …
Previous articleউচ্চমাধ্যমিকের খাতা বন্টন পিছল
Next articleরাজ্যে করোনা- আক্রান্ত আরও ১০ জন,মৃত্যু আরও ২জনের