লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা দিচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, নার্স, পুলিশ প্রশাসন ও সাফাই কর্মীরা। দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। মঙ্গলবার, তাঁদের সংবর্ধনা জানায় ভারতীয় জনতা পার্টির তুফানগঞ্জ শাখা। এদিন সকালে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় জরুরি পরিষেবা প্রদানকারীদের। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তুফানগঞ্জ শহর মন্ডলের সভাপতি রিপন পাল সহ অন্যান্য কর্মীরা।
