ক্রিকেট নেই। আইপিএল বাতিল হওয়ার মুখে। এই অবস্থায় ক্রিকেট ছাড়া রবীন্দ্র জাদেজা যেন জল ছাড়া মাছের মতো। বিরক্ত হয়ে বরোদায় নিজের বাড়ির মাঠের লনে তরোয়াল নিয়ে নেমে পড়লেন। বাঁই বাঁই করে চালালেন তরোয়াল। যেভাবে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করার পর খেলার মাঠে চালান। সেই দৃশ্যের ভিডিও তুলে ক্যাপশন করলেন, ‘তরোয়ালের জঙ পড়তে পারে, কিন্তু মনিবের অবাধ্য হয় না।’ সেই দেখে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল ভন লিখলেন আপনার বাগানের ঘাস কাটার প্রয়োজন আছে। জাদেজার উত্তর, সেটা ঠিক, কিন্তু কীভাবে কাটতে হয় জানিনা। যা সোশ্যাল মিডিয়া গপগপ করে খাচ্ছে।
