১. প্রতিদিন রাজ্যে ৪০০ পরীক্ষা করা হচ্ছে

২. রাজ্যে কোন আক্রান্ত ১৭৮ জন

৩. রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ১২। গতকাল ছিল ১০
৪. কোয়ারান্টিনে রয়েছেন ৩৮৫৮ জন

৬. হোম কোয়ারান্টিনে রয়েছেন ৩৫,২০৯
৭. রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৩ জন

৮. হাওড়ায় ৫৮০ জনের পরীক্ষা করা হয়েছে। ৬২ জনের রিপোর্টে পজিটিভ পাওয়া গিয়েছে

৯. রাজ্যের প্রত্যেকটি ল্যাবে প্রত্যেকদিন সর্বোচ্চ ১০০ জনের পরীক্ষা করা সম্ভব

১০. তবে ডবল শিফটে কাজ করলে এই পরীক্ষা দ্বিগুন হতে পারে। তবে এর জন্য কিছু পরিকাঠামোগত বাধা রয়েছে। সেগুলি সরাতে হবে

১১. এই মুহূর্তে ৭,৯৬৯টি বেড রয়েছে ৬৬ কোভিড হাসপাতালে। ভর্তি রয়েছেন ১৭৮ জন


১২. স্পষ্ট করে দিতে চাই, আমরা কোনও হাসপাতাল বন্ধ করতে বলিনি

১৩. ‘স্নেহের পরশ’-এর মাধ্যমে অন্য রাজ্যে যারা আটকে রয়েছে তাদের কাছে টাকা পাঠানো হবে।

১৪. সোমবার থেকে টাকা পাঠানো হবে। সরকারের ওয়েব সাইট থেকে এই অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। সামান্য কিছু জিজ্ঞাসাবাদের পর প্রত্যেককে হাজার টাকা করে পাঠানো হবে।
