Thursday, August 21, 2025

বীরভূমের আন্তঃজেলা সীমানায় নজরদারি

Date:

Share post:

বীরভূম এবং ঝাড়খণ্ড সীমানা পরিদর্শন করলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা। বৃহস্পতিবার, বীরভূম সফরে গিয়ে তিনি আন্তঃরাজ্য সীমানায় নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি, ঝাড়খণ্ডের কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য আধিকারিকরা।
রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা এদিন বীরভূম জেলায় যান। তিনি সিউড়ি ও মহম্মদ বাজার থানা এলাকার সীমানা ঘুরে দেখলেন। প্রথমে তিনি সিউড়ি থানার দিঘুলি পরিদর্শন করেন। পরে ছাগলকুরিতে যান। ওই দুটি জায়গায় যে পুলিশি ব্যবস্থা এবং অস্থায়ী বাঙ্কার রয়েছে সেগুলি দেখেন। আইজি কথা বলেন, ঝাড়খণ্ড রাজ্যের কর্তব্যরত পুলিশের সঙ্গে। তিনি জানতে চান তাদের পক্ষ থেকে সীমানা পারাপার বন্ধ করতে কী কী ব্যবস্থা রয়েছে? কতক্ষণ ডিউটি করেন তাঁরা? একই সঙ্গে বীরভূম পুলিশের সঙ্গে তাঁদের কথা হয় কি না তাও জানতে চান। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সঙ্গে ঝাড়খণ্ড সীমানায় বারোটি স্থায়ী নাকা চেকিং পয়েন্ট রয়েছে। এছাড়াও বর্তমান লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি অস্থায়ী নাকা চেকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকলেও অসুস্থতার ক্ষেত্রে প্রবেশে মানবিক কারনে ছাড় দেওয়া হয়েছে। বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা বলেন,” করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউন চলছে তাতে বীরভূম জেলার সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের আন্তঃরাজ্য সীমানা আছে তার নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যারা ওই রাজ্য থেকে এই জেলাতে আসছেন তা নিয়ম মেনেই পদক্ষেপ করা হচ্ছে”।

spot_img

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...