Monday, November 17, 2025

বীরভূমের আন্তঃজেলা সীমানায় নজরদারি

Date:

Share post:

বীরভূম এবং ঝাড়খণ্ড সীমানা পরিদর্শন করলেন বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা। বৃহস্পতিবার, বীরভূম সফরে গিয়ে তিনি আন্তঃরাজ্য সীমানায় নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখেন। পাশাপাশি, ঝাড়খণ্ডের কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলেন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য আধিকারিকরা।
রাজ্য পুলিশের বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা এদিন বীরভূম জেলায় যান। তিনি সিউড়ি ও মহম্মদ বাজার থানা এলাকার সীমানা ঘুরে দেখলেন। প্রথমে তিনি সিউড়ি থানার দিঘুলি পরিদর্শন করেন। পরে ছাগলকুরিতে যান। ওই দুটি জায়গায় যে পুলিশি ব্যবস্থা এবং অস্থায়ী বাঙ্কার রয়েছে সেগুলি দেখেন। আইজি কথা বলেন, ঝাড়খণ্ড রাজ্যের কর্তব্যরত পুলিশের সঙ্গে। তিনি জানতে চান তাদের পক্ষ থেকে সীমানা পারাপার বন্ধ করতে কী কী ব্যবস্থা রয়েছে? কতক্ষণ ডিউটি করেন তাঁরা? একই সঙ্গে বীরভূম পুলিশের সঙ্গে তাঁদের কথা হয় কি না তাও জানতে চান। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সঙ্গে ঝাড়খণ্ড সীমানায় বারোটি স্থায়ী নাকা চেকিং পয়েন্ট রয়েছে। এছাড়াও বর্তমান লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি অস্থায়ী নাকা চেকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।
সাধারণ মানুষের যাতায়াত বন্ধ থাকলেও অসুস্থতার ক্ষেত্রে প্রবেশে মানবিক কারনে ছাড় দেওয়া হয়েছে। বর্ধমান রেঞ্জের আইজি ভরতলাল মিনা বলেন,” করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে লকডাউন চলছে তাতে বীরভূম জেলার সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের আন্তঃরাজ্য সীমানা আছে তার নাকা চেকিং ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যারা ওই রাজ্য থেকে এই জেলাতে আসছেন তা নিয়ম মেনেই পদক্ষেপ করা হচ্ছে”।

spot_img

Related articles

কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

৬ বছর পরে ফের ভারত (India) ও চিনের (China) মধ্যে আবার বিমান পরিষেবা (Flight Services) শুরু করেছে এয়ার...

ঘাড়ের ব্যথায় বিমান সফরে নিষেধাজ্ঞা, কলকাতাতেই থাকতে হবে গিলকে?

রবিবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শুভমান গিল(subhaman gill)। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন ভারত অধিনায়ক। দ্বিতীয় টেস্টে...

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই...

বাতাসে জলীয়বাষ্প কমে স্বস্তি, তবে রাজ্যের দুই অংশে দুরকম আবহাওয়া

বঙ্গোপসাগরের পূর্ব-দক্ষিণ পূর্বে ঘূর্ণাবর্তের জেরে ফের ফের একবার ঊর্ধ্বমুখি বাংলার তাপমাত্রা। ঘূর্ণাবর্তের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও...