কেন্দ্রের তথ্য বলছে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়াল

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেল৷ মৃতের সংখ্যা ১৫৷ এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এরাজ্যে করোনা আক্রান্ত ৫১৪ জন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন৷ মৃত্যু হয়েছে ১৫ জনের৷

যদিও রাজ্য সরকারের তথ্যে যথারীতি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাব বলছে, বাংলায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৪৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন৷ মৃত্যু হয়েছে ১৫ জনের৷
মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, মালদহে ১২০ জনের করোনা পরীক্ষা হয়েছিল। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। এই মুহূর্তে রাজ্যের ১২টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা করা হচ্ছে। ১ এপ্রিল রাজ্যে ৫৯টি করোনা হাসপাতালে রোগীদের পরিষেবা দেওয়া চলছিল। ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে মোট ৬৬টি কোভিড হাসপাতাল করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দিচ্ছে।

Previous articleভিনরাজ্যের শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু দুর্গাপুরে, অনাহারের অভিযোগ তুলছেন সহকর্মীরা
Next articleকরোনা আক্রান্ত একঝাঁক RPF জওয়ান! ব্যাপক আতঙ্ক রেল শহর খড়গপুরে