ঋণখেলাপিদের ঋণ মকুবের তালিকা নিয়ে সরব হয়েছেন রাহুল গান্ধী। তার জবাবে মুখ খুলেছেন খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তাঁর বক্তব্য, কারোর ঋণ মকুব করা হয়নি। ঋণের টাকা উশুল করার চেষ্টা করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে দেশবাসীকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস।

কংগ্রেসকে জবাব দিতে ১৩টি টুইট করেন অর্থমন্ত্রী। যেখানে তিনি জানিয়েছেন, কোনও ঋণ বাতিল করা হয়নি। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ করছে না অথবা এক সংস্থার টাকা অন্য সংস্থায় সরিয়ে ফেলেছে তাঁদের ইচ্ছাকৃত ঋণখেলাপির তালিকায় আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ৪ বছর পর্যন্ত ঋণের টাকা না দিলে তা ইচ্ছাকৃত ঋণখেলাপের তালিকায় ফেলতে হয়। এই নিয়ম রিজার্ভ ব্যাংকের। তালিকায় নাম উঠেছে মানেই ঋণ মকুব নয়।

প্রসঙ্গত, সাকেত গোখলে নামে এক ব্যক্তি দেশের শীর্ষ ৫০ জন ঋণখেলাপির নাম এবং তাঁদের বর্তমান ঋণের পরিমাণ জানতে চেয়ে একটি আরটিআই ফাইল করেন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে শীর্ষ ৫০ জনে ঋণখেলাপির কাছে ৬৮ হাজার ৬০৭ কোটি টাকা পাবে ব্যাংকগুলি। যেখানে নাম রয়েছে মেহুল চোকসি থেকে যোগগুরু রামদেবের। এই তথ্য সামনে আসতে সরব হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
