আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ও মৃত্যুসংখ্যা এক হাজার পেরিয়ে গেল। টানা ৩৬ দিনের জাতীয় লকডাউনের পর এটাই ভারতে করোনা বিশ্বমারির সর্বশেষ চিত্র। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাবে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১,৩৩২। অ্যাকটিভ কেস ২২,৬২৯। সুস্থ হয়েছেন ৭৬৯৬ জন। মৃত্যুসংখ্যা হাজার পেরিয়ে এখন ১০০৭।

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, শেষ তিনদিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হওয়ার হার বেড়ে হয়েছে ১১.৩ দিন। গোটা বিশ্বে করোনা মৃত্যুর হার যেখানে ৭ শতাংশ, ভারতে তা ৩ শতাংশ। ৮৬ শতাংশ করোনা মৃত্যুর ক্ষেত্রেই কো-মরবিডিটি একটি কারণ।
