করোনা মুক্ত ত্রিপুরা, গত ১৪ দিনে রাজ্যে নতুন সংক্রমণ নেই

উত্তর-পূর্ব ভারতের পঞ্চম রাজ্য হিসেবে করোনা মুক্ত ঘোষণা করা হল ত্রিপুরাকে। আগেই উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুরকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। রাজ্যে দু’জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যেই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সংশ্লিষ্টদের সংক্রমণ ধরা পড়ার পরেই আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। শুরু হয় করোনা পরীক্ষা টেস্টিং। রাজ্যে জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। যার মধ্যে ৪৪৫০ জনের পরীক্ষা হয়েছে বলে খবর। গত ১৪ দিন ধরে ত্রিপুরাতে নতুন কোনও সংক্রমণের খবর নেই। তারপরেই এই রাজ্যকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, অন্য কোনও রাজ্য থেকে যাতে সংক্রমণ না ছাড়াই সেটা দেখাই এখন লক্ষ্য।

Previous articleদেশে করোনা আক্রান্ত বেড়ে ৩১৭৮৭! রাজ্যে ৫৫০
Next articleলকডাউনের ৩৬ তম দিনে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা হাজার পেরোল