মারণ ভাইরাস করোনার গ্রাসে গোটা বিশ্ব। কবে আবিষ্কার হবে এই নরখাদক ভাইরাসের ভ্যাকসিন বা ঔষধ? এই মহামারির হাত থেকে কবে উদ্ধার পাবে মানব সভ্যতা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

এদিকে করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। কিন্তু কতদিনই বা লকডাউন করে রক্ষা করা যাবে সমগ্র দেশবাসীকে, তাই প্রয়োজন রোগ নিরাময়ী ঔষধ। দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য ঔষধ আবিস্কারের চেষ্টা, ঔষধ হোক ব ভ্যাকসিন, তা তৈরি করার পর পরীক্ষার জন্য মানুষের শরীরে প্রয়োগ করে দেখা জরুরি তা কতটা কার্যকর।

কিন্ত করোনা ভাইরাসের মতো মারন রোগের ঔষধ বা ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা কীভাবে করা হবে, এই পরিস্থিতিতে করোনার ঔষধ সংক্রান্ত বিভিন্ন তথ্য পরীক্ষার জন্য মানব কল্যাণে নিজের শরীর দানের জন্য আবেদন করেছেন দুর্গাপুরের বাসিন্দা শিক্ষক চিরঞ্জিৎ ধীবর । তিনি আর এস এস প্রভাবিত শিক্ষক সংগঠন “বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ”-এর রাজ্য কমিটির সদস্য ।

এর আগে গোটা দেশের মধ্যে উত্তর প্রদেশের দু’জন ব্যক্তির পর তৃতীয় ব্যক্তি হিসাবে এবং পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি হিসাবে এগিয়ে এলেন তিনি। চিরঞ্জিৎবাবু ই-মেলের মাধ্যমে দুর্গাপুর মহকুমা শাসক , পশ্চিম বর্ধমান জেলাশাসককে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিকিৎসা শাস্ত্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে ইতিমধ্যেই এই আবেদন করেন ।

তাঁর এই মহৎ সিদ্ধান্ত সমগ্র বঙ্গবাসি ও দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীর কাছে এক অপরিসীম সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছে।