রাজস্থানের কোটা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে মধ্যরাতে মুর্শিদাবাদে এসে পৌঁছল বাস।

শুক্রবার রাত এগারোটা নাগাদ আসানসোল থেকে বহরমপুর স্টেডিয়ামে বাস পৌঁছলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অভিভাবকরা। সেখানেই চিকিৎসকেরা থার্মাল স্ক্রিনিং করেন। কারও কোনও উপসর্গ আছে কি না তাও পরীক্ষা করা হয়। মোট পাঁচটি বাস ঢুকছে মুর্শিদাবাদ জেলাতে।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, বহরমপুর বেলডাঙ্গা সহ বেশ কিছু জায়গা পড়ুয়ারা রাজস্থানের কোটাতে পাঠরত। ২০১৯ সালে তাঁরা পড়তে গিয়ে ছিলেন। কিন্তু লকডাউন ফলে সমস্যায় পড়ছিলেন তাঁরা। সোস্যাল মিডিয়া বারবার আবেদন করেন বাড়ি ফিরিয়ে আনার জন্য। অবশেষে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী যোগাযোগ করেন লোকসভা স্পিকার ওম বিড়লা সঙ্গে। রাজস্থান সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে তাঁরা বাড়ি ফিরতে পারেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সাংসদকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা ও অভিভাবকেরা।
