করোনার জেরে অনাড়ম্বরেই রবীন্দ্রজয়ন্তী পালন দার্জিলিং-এর মংপুতে। মংপুতে রয়েছে রবীন্দ্রনাথের বাড়ি। সেই বাড়ি দেখাভালের দায়িত্বে থাকা কেয়ারটেকার শিশির রাউত সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা মিলে স্বল্প পরিসরে রবি-স্মরণের আয়োজন করেন। প্রতি বছর এখানে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। কিন্তু এবছর করোনার থাবায় অনাড়ম্বরে পালিত হয় দিনটি। রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে বক্তব্য রাখেন শিশির রাউত।
