করোনা সংক্রমণের জেরে এবার পুরীর রথযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ।
একদিকে তাড়া করে বেড়াচ্ছে করোনা-আতঙ্ক, অন্যদিকে লকডাউন। এই পরিস্থিতির মধ্যেই শুরু হল পুরীর রথ তৈরির কাজ। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের পদস্থ আধিকারিক আজয় জেনা জানিয়েছেন , মোট ৭২ জন কর্মী এই কাজে নিযুক্ত রয়েছেন। শর্ত সাপেক্ষে রথ তৈরির নির্মাণে অনুমতি দিয়েছে কেন্দ্র। রথসেবকরা যাতে পরিবারের সঙ্গে সংস্পর্শে না আসতে পারেন, সেই জন্য তিন ‘ভক্ত-নিবাস’ তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষ। 
৯-দিন ব্যাপী এই রথযাত্রা উৎসব আগামী ২৩ জুন শুরু হওয়ার কথা।
যদিও এরই মধ্যে ওড়িশায় নতুন করে ৫৮ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। এনিয়ে ওড়িশায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫২ জন।



