Wednesday, August 27, 2025

করোনা পায়ে হেঁটে নয়, প্লেনে চেপে এসেছে! লকডাউন নিয়ে কেন্দ্রের দ্বিচারিতা তুলে ধরলেন অভিষেক

Date:

Share post:

“করোনা পেয়ে হেঁটে বাংলায় ঢোকেনি, এসেছে এরোপ্লেন-চড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে সতর্ক করেছিলেন। তখন কেন্দ্র ন্যূনতম কর্ণপাত করেনি। পার্লামেন্টে রাজ্যসভা-লোকসভা চালিয়ে গেছে। ডোমেস্টিক ফ্লাইট চালিয়েছে, এমনকী ইন্টারন্যাশনাল ফ্লাইট চালিয়েছে। এবং সেই ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়েছে লকডাউন ঘোষণার পর।” দেশে করোনার প্রকোপ বৃদ্ধি এবং লকডাউন ইস্যুতে এভাবেই কেন্দ্রকে একহাত নিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এখানেই শেষ নয়। অভিষেক এরই বলেন, “যখন প্রথম লকডাউন ঘোষণা হয়েছিল, তখন কেন্দ্রীয় সরকার কোনও রাজ্যের সঙ্গে আলোচনা করেনি। তারা ভেবেছিল, ১৫ দিনের মধ্যে করোনা মোকাবিলায় জয়ী হবে এবং তার পুরো কৃতিত্ব আদায় করবে। কিন্তু যখন দেখলো সেটা হলো না, তখনই রাজ্যগুলির উপর বাড়তি দায় চাপিয়ে দিলো।”

অভিষেক প্রশ্ন তুলে বলেন, “শেষ দুটি লকডাউন ঘোষণার আগে রাজ্যগুলির সঙ্গে আলোচনা করলো। তাহলে প্রথম লকডাউনের আগে কেন করলো না। তখন এটা করলে সমস্যা এতটা জটিল হতো না। যে সমস্ত পরিযায়ী মানুষ বা শ্রমিকরা ঘরে ফিরতে চাইছেন, কেন তাদের ফেরার সময় দেওয়া হলো না?”

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, “এন আর সি-এর নাম করে আপনি বলছেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব অনুপ্রবেশকারী ঢুকিয়ে দিয়েছে। আর অমিত শাহের দফতর বলছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালু করতে। বর্ডার খুলে দিতে হবে। এই দ্বিচারিতা মানুষের সামনে আমাদের তুলে ধরতে হবে। একদিকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের উপর নরম, আর অন্যদিকে বলছে বাণিজ্যে ক্ষতি হচ্ছে তাই বর্ডার খুলতে হবে। একদিকে চোরকে চুরি করতে বলছে, অন্যদিকে গৃহস্থকে বলছে সজাগ থাকতে। একদিকে বলছে লকডাউন চলবে, অন্যদিকে বলছে সব দোকান খুলে দিতে হবে। মদের দোকান খুলে দিতে হবে। মার্কেট কমপ্লেক্স খুলে দিতে হবে। কে দায় নেবে? বাংলাদেশ থেকে যদি একটা কেস ঢোকে কেন্দ্র দায় নেবে?”

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...