Thursday, May 15, 2025

লকডাউনের মধ্যে রাজ্যে প্রথম বিমান পরিষেবা চালু অণ্ডাল থেকে

Date:

Share post:

সোমবার থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিন পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের অণ্ডাল থেকে চালু হচ্ছে উড়ান। যা লকডাউনের মধ্যে রাজ্যে প্রথম বিমান পরিষেবা। সূত্রের খবর, রাজ্যে সরকার কেন্দ্রের কাছে আবেদন করেছে, কলকাতা ও বাগডোগরা থেকে যথাক্রমে ৩০ ও ২৮ মে বিমান পরিষেবা চালু করা হোক।

২৪ মার্চ রাত ১২টা থেকে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় বিমান পরিষেবা। বেসরকারি উড়ান সংস্থা ‘স্পাইসজেট’ সোমবার অণ্ডাল থেকে প্রাথমিকভাবে মুম্বই ও চেন্নাই রুটে পরিষেবা চালু করছে। বিমানবন্দরের ডিরেক্টর অপূর্ব শর্মা বলেন, ৩০ জুন পর্যন্ত চেন্নাই ও মুম্বই রুটের সময়সূচি পাঠিয়েছে ওই সংস্থা। সংস্থা জানিয়েছে, চেন্নাইয়ের বিমান আগের মতোই সন্ধে ৭ টা নাগাদ অণ্ডালে পৌঁছবে। রাত ৮টা নাগাদ সেই বিমানটিই রওনা দেবে চেন্নাইয়ের উদ্দেশে। অন্যদিকে, মুম্বইয়ের বিমান সন্ধের পরিবর্তে দুপুর ২টো ৪০ মিনিটে অণ্ডালে অবতরণ করবে। বিকেল ৩টে ১০ মিনিট নাগাদ ফিরে যাবে মুম্বই।

এদিকে দিল্লি ও হায়দরাবাদ রুটে পরিষেবা সম্পর্কে কোনও তথ্য জানায়নি ‘এয়ার ইন্ডিয়া’। সপ্তাহে চার দিন অণ্ডাল থেকে দিল্লি ও হায়দরাবাদ রুটে বিমান চালায় ‘এয়ার ইন্ডিয়া’। অপূর্ব শর্মা বলেন, ‘‘আপাতত দুটি রুটে বিমান চলবে। দিল্লি ও হায়দরাবাদ রুটের পরিষেবার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।” বিমান পরিবহণ মন্ত্রকের যাবতীয় নির্দেশিকা মেনে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি বজায় রেখে পরিষেবা চালু করা হচ্ছে। তার জন্য অতিরিক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

spot_img

Related articles

কর্নেল কুরেশিকে নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য, বিজেপি মন্ত্রীকে সুপ্রিম-ভর্ৎসনা

অপারেশন সিঁদুরে নেতৃত্ব দেওয়া কর্নেল সোফিয়া কুরেশিকে (Sophia Qureshi) নিয়ে বিজেপি মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ধর্মান্ধ মন্তব্যের পড়া সমালোচনা করলেন...

কাশ্মীরে ফের উত্তেজনা, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জইশ জঙ্গি

ভূস্বর্গে ফের জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ। ভারতীয় সেনার (Indian Army) গুলিতে ত্রালে ৩ জইশ-ই-মহম্মদের জঙ্গির মৃত্যুর খবর মিলেছে।...

রাবাডার আসা নিয়ে স্বস্তি, সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকার

বিসিসিআইয়ের(BCCI) চাপে সিদ্ধান্ত বদল দক্ষিণ আফ্রিকা(South Africa) ক্রিকেট বোর্ডের! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে হঠাত্ই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে...

মনিপুরের চান্দেলে সেনা অভিযান, গুলির লড়াইয়ে নিকেশ ১০ জঙ্গি

কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। এদিকে মনিপুরের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় অভিযান চালিয়ে ১০...