বিপর্যয়ের দায় কার? দিলীপ বললেন আমার মুখ খোলাবেন না

শহরের বিপর্যয়ের দায় সিইএসসির ঘাড়ে চাপাচ্ছে কলকাতা পুরসভা। সে নিয়ে পাল্টা মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংসদের স্পষ্ট কথা, শুনলাম বলা হচ্ছে সিইএসসি নাকি সিপিএমের আমলে তৈরি! বেশ মেনে নিলাম। তাহলে পরপর ২ বার বিদ্যুতের দাম বাড়াল কে? গঙ্গার প্রোজেক্ট সিইএসসির মালিককে দিল কে? কোটি টাকা দিয়ে কেন সিইএসসির মালিক ছবি কিনলেন? দিলীপের মন্তব্য, আমার মুখ খোলাবেন না। আরও অনেক কথা বেরিয়ে আসবে। পুরসভা, রাজ্য সরকার সিইএসসিকে বলির বখরা করতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে সিইএসসির যদি দোষ থাকেও শহর স্বাভাবিক করার দায়িত্ব রাজ্য সরকারের এবং পুরসভারও।

Previous articleমৌসম ভবনের রেড অ্যালার্ট! তাপমাত্রা ছুঁতে পারে ৪৮ ডিগ্রি
Next articleলকডাউনের মধ্যে রাজ্যে প্রথম বিমান পরিষেবা চালু অণ্ডাল থেকে