চিন দাবি করেছে, কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার ক্লিনিক্যাল পরীক্ষায় তারা সাফল্য পেয়েছে। প্রথম দফার পরীক্ষার পর দেখা গিয়েছে, ভ্যাকসিনটি মানব শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে প্রয়োজনীয় উপাদান তৈরি করতে সক্ষম হচ্ছে। চিনের একটি পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ১০৮ জন প্রাপ্তবয়স্কের উপর ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। দেখা গিয়েছে, ভ্যাকসিনটি মানব শরীরে প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন প্রোটিনজাত পদার্থ তৈরি করতে পারছে। পাশাপাশি, করোনা ভাইরাসের বিরুদ্ধে টি-সেল সিস্টেমও গড়ে তুলতে পারছে। যদিও বেজিং ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির গবেষকরা মনে করছেন, ভ্যাকসিনটি সার্স-কোভ-২ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারছে কি না, জানার জন্য আরও পরীক্ষা প্রয়োজন। গবেষকদের বক্তব্য, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে কমপক্ষে আরও ৬ মাস সময় লাগবে। গবেষকদের অন্যতম উই চেং জানিয়েছেন, “এই গবেষণার ফলাফল চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে পথিকৃৎ হয়ে থাকবে৷ প্রথম ধাপেই দেখা গিয়েছে, এডি৫-এনকোভ ভ্যাকসিন মাত্র ১৪ দিনের মধ্যে মানব শরীরে বিশেষ প্রোটিন এবং টি-সেল তৈরি করতে পারছে। তবে, প্রোটিনজাত পদার্থ তৈরি করতে পারছে মানেই কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে, এটা বলার মতো সময় এখনও আসেনি।’
