করোনা-প্রকোপ ক্রমবর্ধমান ৷ সে কারনেই এবছর স্কুলগুলিতে কোনওধরনের ক্রীড়া প্রতিযোগিতা হবে না৷ বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। বলা হয়েছে, অতিমারির জেরে সাধারণ জীবনযাপন প্রভাবিত হয়েছে। কবে সব স্বাভাবিক হবে, বলা যাচ্ছে না। ওদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সম্পূর্ণ হয়নি৷ স্কুলের সব পরীক্ষাও অনিশ্চিত। এবার বন্ধ করা হলো স্কুলে যে কোনও ধরনের ক্রীড়া প্রতিযোগিতাও৷
