করোনা আবহে আনলক ফেজ ওয়ানে শেষ ১০ দিনে প্রায় ১ লক্ষ যাত্রী যাতায়াত করেছে দমদম বিমানবন্দর দিয়ে বিমানে যাতায়াত করেছে। তথ্য-পরিসংখ্যান দিয়ে এমনটাই জানিয়েছে দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ রবিবার দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডোমেস্টিক বিমান পরিষেবা চালু হওয়ার পর কলকাতা বিমানবন্দরে এসেছে ৪১৫ টি বিমান। অন্যদিকে, ৪১৯টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে উড়ে গেছে দেশের অন্য বিমানবন্দরের উদ্দেশ্যে। আসা-যাওয়া মিলিয়ে প্রায় ১ লক্ষ মানুষ দমদম বিমানবন্দরে প্রবেশ করেছে।
