Wednesday, August 27, 2025

সংক্রমণে ভারত যেদিন বিশ্বে পঞ্চম, সেদিনই বিহারে ভোট প্রচার করলেন অমিত শাহ

Date:

Share post:

ইতালির পর স্পেনকেও টপকে ভারত যেদিন করোনা সংক্রমণে বিশ্বে পঞ্চম স্থান দখল করলো, সেদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, “আগামী বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বিহারের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি।”

শাহের এই মনোভাবের সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে৷ সাধারন নাগরিকদের কথা, “মানুষের জীবন নয়, মোদি-শাহ এখন ক্ষমতা দখলের কথা ভাবছে৷ আমজনতার জীবনের একপয়সাও দাম নেই এদের কাছে”৷

শনিবার রাত পর্যন্ত ভারতে ২ লক্ষ ৪৩ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷
বিশেষজ্ঞদের আশঙ্কা, জুনের মাঝামাঝি ভারতে এই বৃদ্ধির হার আরও অনেকটাই বেড়ে যাবে। দেশের এই চরম সংকটকালেও এসব নিয়ে আদৌ চিন্তিত নন দেশের
স্বরাষ্ট্রমন্ত্রী৷ দেশের মানুষের জীবন নয়, অমিত শাহের পাখির চোখ যে এখন বিহারের কুর্সি, রবিবার সেটাই বোঝালেন তিনি৷

অক্টোবর-নভেম্বরে ভোট হতে পারে বিহারে। তাই করোনাকে পাশে সরিয়ে বিহারে রবিবার
অনলাইন জনসভা করে ভোটের দামামা বাজালেন অমিত শাহ। বিহারবাসীকে শাহ এদিন জানালেন, মসনদ দখল করতে চলেছে বিজেপি।

এদিন অমিত শাহের সভা সফল করতে দারুন প্রস্তুতি নেয় বিজেপি৷ ৭২ হাজার বুথে এই ভার্চুয়াল সমাবেশ শোনার ব্যবস্থা করা হয়েছিলো৷ অমিত শাহ বলেন, “বিহারে নির্বাচন এগিয়ে আসছে। আমি বিশ্বাস করি নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার বিহারে দুই তৃতীয়াংশ আসন পাবে।”

শাহ এদিন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিষয়টিকে ভোটপ্রচারের হাতিয়ার বানিয়ে বলেন, কেন্দ্র দায়িত্ব নিয়ে অন্তত ১ কোটি ২৫ লক্ষ পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছে।
প্রসঙ্গত, আগামীকাল, সোমবার, বাংলার জন্য অনলাইন সমাবেশ করতে চলেছেন শাহ।

spot_img

Related articles

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...

কমনওয়েলথে ভারোত্তোলনে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েলের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

ভারোত্তোলনে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে (Commonwealth weightlifting championship) বাংলার জয়জয়কার। মোট ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড বাংলার মেয়ে কোয়েল...