Tuesday, August 26, 2025

পৃথিবীর কেন্দ্র থেকে ভেসে আসছে প্রতিধ্বনি! রহস্যের সন্ধানে ভূবিজ্ঞানীরা

Date:

Share post:

পৃথিবী থেকে শোনা যাচ্ছে এক প্রতিধ্বনি। পৃথিবীর কেন্দ্র থেকে আসছে তা। সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়েছে এক ধীর লয়ের কম্পন। বহু বছর ধরে হাওয়া ভূমিকম্পের তরঙ্গ প্রবাহ বিশ্লেষণ করেছেন ভূতাত্ত্বিকরা। তাঁরা জানাচ্ছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার নীচে রয়েছে এক কুঠুরি। সেখান থেকে ভেসে আসছে প্রতিধ্বনি।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মার্কেসিয়াস আগ্নেয় দ্বীপপুঞ্জের ভূপৃষ্ঠ থেকে ২৯০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্র। কঠিন আবরণের সীমানা ঘেঁষে রয়েছে এক বিরাট কাঠামো। তবে এই কাঠামোর ভৌত, রাসায়নিক গঠন কেমন সেই উত্তর এখনও অজানা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন, এই কাঠামোর পরিধি প্রায় ১০০০ কিলোমিটার এবং ২৫ কিলোমিটারের মতো পুরু। ভূতাত্ত্বিক ডোয়েন কিম বলেছেন, ওই এলাকার নাম হল ‘আলট্রা-লো ভেলোসিটি জোন’। যে ভূ-তরঙ্গ ওই অঞ্চল দিয়ে বয়ে যায় তার গতিবেগ খুবই কম। কীভাবে ভূ- তরঙ্গ তৈরি হলো তার উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের কথায়, বর্তমান পৃথিবীর চিত্রের সঙ্গে কোটি কোটি বছর আগের পৃথিবীর মিল নেই। বিজ্ঞানীদের ধারণা
টেকটনিক প্লেট ও তার নীচে পৃথিবীর গভীরে থাকা ম্যান্টল স্তরের চলাফেরার জন্য এই পরিবর্তন হচ্ছে। ম্যান্টলের গতিবিধি, টেকটনিক প্লেটগুলোর অবস্থান, সংঘর্ষের ফলে তৈরি শক্তিপ্রবাহ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।

মেরিল্যান্ডের ভূবিজ্ঞানী কিম বলেছেন, প্রায় সাত হাজার ভূমিকম্পের ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন ৬.৫ কম্পনমাত্রার ভূকম্প যাদের গভীরতা ২০০ কিলোমিটার গভীরে ছড়িয়ে রয়েছে। ওই অঞ্চল থেকে একটা ভূ-তরঙ্গ অজানা কাঠামোর ভেতর দিয়ে বয়ে চলেছে। ১৯৯০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যত বড় বড় ভূমিকম্প হয়েছে তার তথ্য ঘেঁটেই প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে এসেছেন ভূবিজ্ঞানীরা। কিম জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে নীচে এই কাঠামো রয়েছে। পরে জানা যায় মার্সেসিয়াস দ্বীপপুঞ্জের নীচেই কাঠামোর অবস্থান। সিকুয়েন্সার অ্যালগোরিমের সাহায্যে সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই ওই এলাকার রহস্য বার করা হবে।

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...