Monday, November 10, 2025

পৃথিবীর কেন্দ্র থেকে ভেসে আসছে প্রতিধ্বনি! রহস্যের সন্ধানে ভূবিজ্ঞানীরা

Date:

Share post:

পৃথিবী থেকে শোনা যাচ্ছে এক প্রতিধ্বনি। পৃথিবীর কেন্দ্র থেকে আসছে তা। সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়েছে এক ধীর লয়ের কম্পন। বহু বছর ধরে হাওয়া ভূমিকম্পের তরঙ্গ প্রবাহ বিশ্লেষণ করেছেন ভূতাত্ত্বিকরা। তাঁরা জানাচ্ছেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার নীচে রয়েছে এক কুঠুরি। সেখান থেকে ভেসে আসছে প্রতিধ্বনি।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মার্কেসিয়াস আগ্নেয় দ্বীপপুঞ্জের ভূপৃষ্ঠ থেকে ২৯০০ কিলোমিটার গভীরে পৃথিবীর কেন্দ্র। কঠিন আবরণের সীমানা ঘেঁষে রয়েছে এক বিরাট কাঠামো। তবে এই কাঠামোর ভৌত, রাসায়নিক গঠন কেমন সেই উত্তর এখনও অজানা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন, এই কাঠামোর পরিধি প্রায় ১০০০ কিলোমিটার এবং ২৫ কিলোমিটারের মতো পুরু। ভূতাত্ত্বিক ডোয়েন কিম বলেছেন, ওই এলাকার নাম হল ‘আলট্রা-লো ভেলোসিটি জোন’। যে ভূ-তরঙ্গ ওই অঞ্চল দিয়ে বয়ে যায় তার গতিবেগ খুবই কম। কীভাবে ভূ- তরঙ্গ তৈরি হলো তার উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের কথায়, বর্তমান পৃথিবীর চিত্রের সঙ্গে কোটি কোটি বছর আগের পৃথিবীর মিল নেই। বিজ্ঞানীদের ধারণা
টেকটনিক প্লেট ও তার নীচে পৃথিবীর গভীরে থাকা ম্যান্টল স্তরের চলাফেরার জন্য এই পরিবর্তন হচ্ছে। ম্যান্টলের গতিবিধি, টেকটনিক প্লেটগুলোর অবস্থান, সংঘর্ষের ফলে তৈরি শক্তিপ্রবাহ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।

মেরিল্যান্ডের ভূবিজ্ঞানী কিম বলেছেন, প্রায় সাত হাজার ভূমিকম্পের ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন ৬.৫ কম্পনমাত্রার ভূকম্প যাদের গভীরতা ২০০ কিলোমিটার গভীরে ছড়িয়ে রয়েছে। ওই অঞ্চল থেকে একটা ভূ-তরঙ্গ অজানা কাঠামোর ভেতর দিয়ে বয়ে চলেছে। ১৯৯০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় যত বড় বড় ভূমিকম্প হয়েছে তার তথ্য ঘেঁটেই প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে এসেছেন ভূবিজ্ঞানীরা। কিম জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হয়েছিল হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে নীচে এই কাঠামো রয়েছে। পরে জানা যায় মার্সেসিয়াস দ্বীপপুঞ্জের নীচেই কাঠামোর অবস্থান। সিকুয়েন্সার অ্যালগোরিমের সাহায্যে সিসমোগ্রাফ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই ওই এলাকার রহস্য বার করা হবে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...