এনআইআরএফ র‌্যাঙ্কিং: দেশের প্রথম একশো কলেজের তালিকায় রয়েছে বাংলার সাত

উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্বভারতীয় মানচিত্রে জায়গা দখল করছে বাংলা। দেশের সেরা ১০০ কলেজের তালিকায় রাজ্যের মধ্যে রয়েছে সাতটি কলেজের নাম।

বৃহস্পতিবার, ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক তথা এনআইআরএফ প্রকাশ করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। প্রথম ১০০-এ নাম রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া), রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), লোরেটো, বেথুন এবং লেডি ব্রেবোর্ন কলেজের।

প্রথম দশে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। গত বছর দশম স্থানে ছিল সেন্ট জেভিয়ার্স। এবার উঠে এসেছে সপ্তম স্থানে। একই স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া) স্থান রয়েছে একাদশে। ২০ তম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ (নরেন্দ্রপুর)। ৮৮ তম স্থানে রয়েছে বেথুন কলেজ। এক ধাপ এগিয়ে লোরেটো কলেজ তম স্থানে উঠে এসেছে। এই প্রথম একশোয় ঢুকেছে লেডি ব্রেবোর্ন কলেজ। তাদের স্থান ৯৪। অন্যদিকে ১০১-১৫০-মধ্যে স্কটিশ চার্চ কলেজ এবং ১৫১-২০০-র মধ্যে রয়েছে মেদিনীপুর কলেজ।

Previous articleআহত বাইকচালককে দেখে কী করলেন লকেট?
Next article১০০দিনের কাজের কর্মী তালিকা নিয়ে কারচুপির অভিযোগ, আক্রান্ত ৩