১০০দিনের কাজের কর্মী তালিকা নিয়ে কারচুপির অভিযোগ, আক্রান্ত ৩

মুর্শিদাবাদে ১০০দিনের কাজের কর্মী তালিকায় দেখতে চাওয়ায় আক্রান্ত তিনজন। শুক্রবার ঘটনাটি ঘটে ভগবানগোলা ১ব্লকের মহিসাস্থলী গ্রাম পঞ্চায়েতের বাথান পাড়া গ্রামে। আহতরা লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের পরিবারের দাবি, গত মাসে মহিসাস্থলী গ্রাম পঞ্চায়েতে ৭০০ শ্রমিক কাজ করেছিলেন। কিন্তু ৩৭০০শ্রমিকের বিল তুলেছে বলে অভিযোগ। তাই তাঁরা যেখানে ১০০দিনের কাজ চলছিল সেখানে গিয়ে কাজের কর্মী তালিকা দেখতে চান। এবং শ্রমিকদের নাম ও ছবি তোলে।তখনই বেশ কয়েকজনের সঙ্গে তাঁদের বচসা বাধে হয়। পরে আবার বাড়ি গিয়ে তিনজনকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের প্রথমে কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে পরে আহতদের লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও এখনো ঘটনার এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ সূত্রে খবর।

Previous articleএনআইআরএফ র‌্যাঙ্কিং: দেশের প্রথম একশো কলেজের তালিকায় রয়েছে বাংলার সাত
Next articleনেপালের স্পর্ধা! উত্তরাখণ্ডের তিনটি জায়গা ঢুকিয়ে নিল দেশের মানচিত্রে!