প্রযুক্তিকে হাতিয়ার করে এবার হামলার ছক কষছে চিন। এমনটাই তথ্য দিলেন ভারতীয় গোয়েন্দারা। এ বিষয়ে ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, প্রথমে রেল এবং ব্যাঙ্ককে অকেজো করে দিতে চাইছে চিনের হ্যাকাররা। তারপর লক্ষ্য হবে ভারতীয়রা।

কী পদ্ধতিতে এই কাজ করবে তারা? অতিমারি পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই কাজ করবে হ্যাকাররা। লক্ষ লক্ষ মানুষের ইমেইলকে টার্গেট করা হয়েছে। গোয়েন্দারা জানাচ্ছেন, বিনামূল্যে পরীক্ষার বার্তা ইমেইলে পাঠানো হবে। কোনও ব্যক্তি ইমেল খুললেই তাঁর যাবতীয় তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। এমনকী সংশ্লিষ্ট ব্যক্তির হাতে তাঁর নিজের ইমেইল নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে না।
স্পষ্টতই, বিনামূল্যে পরিষেবাকে হাতিয়ার করে এই কাজ করতে চলেছে তারা। সংশ্লিষ্ট বিষয় কোনও ইমেল এলে তা না খোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ভারতীয় সাইবার বিশ্লেষকরা। চিনের বেশ কয়েকটি ওয়েবসাইট খতিয়ে দেখা হচ্ছে।
