Friday, January 2, 2026

বাগনান কাণ্ড : দেহ আসতেই উত্তপ্ত, কুশের বাড়ি ভাঙচুর, কুড়ুলে ঝুলে গেল পা!

Date:

Share post:

শ্লীলতাহানি এবং খুন কাণ্ড নিয়ে ফের উত্তপ্ত বাগনান। এদিন দুপুর বারোটা নাগাদ আক্রান্ত কিশোরীর মায়ের দেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। উত্তেজনা তখন বাড়তে থাকে। নেতৃত্বে ছিল বিজেপি। কুশ বেরার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে উত্তেজনা তৈরি করে বলে অভিযোগ। এই সময় শাসক দলের একজন কুড়ুল চালালে এক তরুণ গুরুতরভাবে জখম হন। পা কার্যত কেটে ঝুলে গিয়েছে। তার নাম মৃন্ময় দত্ত । তাকে নিয়ে হাসপাতাল ছোটেন এলেকার মানুষ।

এরপরই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।  তারা দাবি করতে থাকেন যে দ্রুত দোষী কে গ্রেফতার না করলে দেহ ছাড়া হবে না।  বাঁশ নিয়ে কুশ বেরা ও তার দাদার বাড়ি ভাঙচুর করা হয়। সেই সময় মৃতার দেহে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিতা পাল। তাঁর দাবি, এই ঘটনা তাঁর সামনেই ঘটেছে। মৃতদেহ নিয়ে মিছিল হচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত করতে কুড়ুল মেরে পা দু’খণ্ড করে দেয়, বাড়ি ভাঙচুরও করা হয়। পুরোটাই তৃণমূলের কারসাজি। পাল্টা এলাকার মন্ত্রী অরূপ রায়ের দাবি, অভিযুক্ত কুশ বেরাকে পুলিশ গ্রেফতার করেছে। তারপর তার বাড়ি ভাঙচুর করা নোংরা রাজনীতি। তৃণমূল মোটেই এই ঘটনায় যুক্ত নেই। উত্তপ্ত আবহাওয়ার মাঝেই দেহ রেখে চলে বিক্ষোভ। ফলে শেষকৃত্যে বেশ কিছুক্ষণ দেরি হয়।

এলাকার মানুষ ছাত্রীর শ্লীলতাহানি ও তার মায়ের খুনে গ্রেফতার কুশ বেরা ও শোভন মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বলেন, প্রত্যেকদিন কালভার্টের কাছে কুশ-শোভন মদ খেয়ে হুমকি দিত, মারধর করত। আমরা তার বিচার চাই।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...