Friday, January 2, 2026

“সরকারি হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হলে অন্য রোগীরা কোথায় যাবে?” প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের

Date:

Share post:

“সরকারি হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হলে অন্য রোগীরা কোথায় যাবে?” এমনই প্রশ্ন তুলে আজ, বৃহস্পতিবার বউবাজার এলাকায় বিক্ষোভ দেখালো কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি।

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে তাদের এই বিক্ষোভ মিছিল বলে জানিয়েছে আই এন টি ইউ সি নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি চিঠিও তারা পাঠিয়েছে বলে জানান আইএনটিইউসি সভাপতি প্রমোদ পান্ডে।

তাঁদের অভিযোগ, শহর কলকাতায় দুটি উল্লেখযোগ্য সরকারি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ এবং বাঙ্গুর হাসপাতাল। যা করোনা চিকিৎসার জন্য সম্পূর্ণভাবে কোভিড হাসপাতাল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি একটি প্রশ্ন তুলেছেন, যদি এই দুটি বড় হাসপাতলে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা হয় তাহলে বাদবাকি অন্যান্য রোগের চিকিৎসা কোথায় হবে? সে ক্ষেত্রে সরকারি হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা থেকে থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। যা সঠিক নয় বলে দাবি করেন প্রমোদ পান্ডে।

আরও অভিযোগ, যদি করোনা রোগী ছাড়া অন্য কেউ এই হাসপাতালে যান তাদেরকে দেখছেন নার্স বা ওয়ার্ড বয়। ডাক্তার তাদেরকে দেখছেন না। তাছাড়া বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল যা সাধারণ মানুষের পক্ষে খরচা করা সম্ভব নয়।

এদিন বিক্ষোভকারীরা করোনা রোগী সেজে একটি প্রতীকী প্রতিবাদের রূপ দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বিক্ষোভের আকার বিশাল হলে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

spot_img

Related articles

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...

বন্দে ভারত স্লিপার ভোটের আগে কেন? প্রশ্ন তৃণমূলের

হঠাৎ ভোটের আগে হাওড়া-গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার চালানোর কথা ঘোষণা করে বাংলার মন জয়ের ব্যর্থ চেষ্টা কেন্দ্রের।...

বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের 

কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ...