ভাড়া না বাড়ালে ট্যাক্সি ধর্মঘটের ডাক সংগঠনগুলির

দেশ জুড়ে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। অন্যদিকে ৩ মাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে নূন্যতম ৫০টাকা ভাড়া না পেলে শহরের বুকে ট্যাক্সি না চালানোর হুমকি দিচ্ছে মালিক সংগঠনগুলি। ভাড়া না বাড়ানো হলে ১৫ জুলাইয়ের পর ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

অতিমারি পরিস্থিতিতে ট্যাক্সিতে যাত্রী নেওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ জারি করেছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী নিতে হবে। এই অবস্থায় রাস্তায় ট্যাক্সি নামলেও লোকসানে চালানো হচ্ছে বলে মালিক সংগঠনগুলির বক্তব্য। প্রগ্রেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনগুলি জানিয়েছে, নূন্যতম ৫০টাকা ভাড়া করতে হবে। পাশাপাশি বাসভাড়া বাড়ানোর জন্য যেমন রেগুলেটরি কমিটি রয়েছে, তেমন কমিটি ট্যাক্সির জন্য করতে হবে। !

Previous articleপ্রয়াত বিশিষ্ট সাহিত্যিক- সাংবাদিক নিমাই ভট্টাচার্য
Next articleদিলীপের সামনেই দলের নব্য-পুরনো লড়াইয়ে অস্বস্তি বিজেপিতে