সামাজিক দূরত্ব বজায় রেখে যদি মেট্রো চালানো যায়, তাহলে ১ জুলাই থেকে মেট্রো রেল চললে আপত্তি নেই রাজ্যের। শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে বলেন, যেহেতু মেট্রোয় স্বয়ংক্রিয় টিকিটের ব্যবস্থা রয়েছে তাই মেট্রোর ক্ষেত্রে যাত্রী নিয়ন্ত্রণের সুবিধা অনেকটাই। রাজ্য সরকারের বক্তব্য, মেট্রোয় যতগুলি আসন আছে, ততজন যাত্রী নিয়ে ট্রেন চলতে পারে। এব্যাপারে নিশ্চয়তা দিয়ে মেট্রো চালু করলে রাজ্য সরকারের কোনও অসুবিধা নেই। এ ব্যাপারে মেট্রো রেলের সঙ্গে রাজ্য দ্রুত বৈঠক করবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
