১৬টি পুকুর খুঁড়ে অসাধ্য সাধন, ‘‌পুকুর মানব’‌-কে পুরস্কৃত করল সরকার

প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন তিনি। একা হাতেই খুঁড়েছেন ১৬টি পুকুর। অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যি। কাজের জন্য তাঁর নাম হয়েছে ‘পুকুর মানব’‌। এবার কর্নাটক সরকার পুরস্কৃত করল তাঁকে।

বেঙ্গালুরু থেকে ১০০ কিমি দূরে দসানাদোদ্দি গ্রামের মান্ড জেলার বাসিন্দা ‘পুকুর মানব’ কেম্পেগৌড়া। পেশায় কৃষক তিনি। সাধারণ মানুষের ভবিষ্যতের কথা ভেবে, এই কাজ করেছেন তিনি। এমনকী তাঁর এই কীর্তির কথা উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আমৃত্যু সরকারি বাসে ভ্রমণ করার জন্য বিনা মূল্যে পাস পাবেন তিনি। বৃহস্পতিবার সংস্থার ডিরেক্টর শিবযোগী সি কালাসাদ এই কথা জানিয়েছেন। তিনি বলেন, “ওই ব্যক্তি যেকোনও শ্রেণির সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।”

Previous articleলাদাখে মোদি, শ্লোগান উঠল বন্দেমাতরম-ভারত মাতা কি জয়
Next articleহাসপাতালের বিল মেটাতে পারেন নি , কর্মীদের মারে মৃত্যু অসুস্থ শ্রমিকের!