Friday, November 7, 2025

পরীক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি যে সিদ্ধান্ত নেবে তাকেই মান্যতা দেওয়া হবে। মঙ্গলবার একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, ফাইনাল সেমিস্টার বা চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানকে। একইসঙ্গে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডভাইজরি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে করোনা আবহে কীভাবে মূল্যায়ন করা হবে। সেই অ্যাডভাইজরি অনুযায়ী বেশকিছু বিশ্ববিদ্যালয় মূল্যায়ন সংক্রান্ত কাজ শুরু করেছে। এদিন শিক্ষামন্ত্রী জানান, “আমরা বিশ্ববিদ্যালয়কে অ্যাডভাইজারি পাঠিয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে। যদি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় তা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলেই নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করবে না।”

তবে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং শিক্ষা কর্মীদের জীবন এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, অ্যাডভাইজারি অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় কাজ করেছে। যারা মাঝপথে আছে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে।

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...