এফএম রেডিও চ্যানেলে বাংলা গান কম বাজানো হয়। বেশিরভাগ সময় বাজানো হয় হিন্দি গান। শুধু তাই নয়, অনেক সময় শোনা যায় রেডিও জকিরা হিন্দিতে কথা বলছেন। বহু বছর ধরে এই অভিযোগ উঠছিল। এবার এই বিষয়ে মুখ খুলল বাংলা শিল্পী পক্ষ সংগঠন।

এক ভিডিও বার্তায় রূপঙ্কর বাগচী জানান, “বাংলার এফএম রেডিও চ্যানেল গুলোতে মূলত হিন্দি গান বাজানো হয়। অনেকদিন ধরেই দেখছি সঞ্চালকদের একাংশ বাংলায় কথা বলেন না। শো পরিচালনা করেন হিন্দি ভাষা ব্যবহার করে।” স্পষ্ট করে জানিয়েছেন, তিনি হিন্দি ভাষার বিরোধী নন। কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র হিন্দি গান বাজানো হবে, অথচ বাংলা গান অবহেলিত হবে এটা মেনে নেওয়া যায় না।

তাঁর কথায়, “আমাদের বাংলা গানের ভান্ডার অতুলনীয়। রজনীকান্ত, অতুলপ্রসাদ, রবীন্দ্র সংগীত ও নজরুল সঙ্গীত এরকম মণিমাণিক্য পূর্ণ আমাদের বাংলা গানের রত্নভাণ্ডার।কেন তারা এই গানগুলি বাজায় না তা জানি না। এই গানের ব্যাপারে মানুষকে শিক্ষিত করতে হবে। মানুষকে জানাতে হবে।” এর আগে এই বিষয়ে মুখ খুলেছিলেন বাংলা ব্যান্ড ভূমির অন্যতম সদস্য সৌমিত্র রায়।
