কলকাতার বোরো চেয়ারম্যান করোনা পজিটিভ

কলকাতার একটি বোরো চেয়ারম্যান এবং উত্তর কলকাতার 15 নম্বর ওয়ার্ডের বিদায়ী পুরপিতা ও প্রশাসক সাধন সাহা করোনা পজিটিভ। দলীয় সূত্রে খবর, বেলেঘাটা আই ডিতে ভর্তি তিনি। অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা যা করার করছেন।