Tuesday, January 13, 2026

তাঁদের কন্যা প্রজ্ঞাই এখন মোহনা, জানতেন না দেবনাথ দম্পতি

Date:

Share post:

গত চারবছর মেয়ের সঙ্গে কোনও যোগাযোগ নেই। তাই প্রজ্ঞাই যে এখন মোহনা, তা জানা ছিল না পরিবারের। জানা ছিল না জঙ্গি সংগঠন জেএমবিতে নাম লিখিয়েছেন তাঁদের মেয়ে। এমনটাই দাবি পরিবারের। শনিবার, প্রতিবেশীরা সংবাদমাধ্যমে জেনে মেয়ের গ্রেফতারের খবর দিতেই কান্নায় ভেঙে পড়েন ধনেখালির বাসিন্দা গীতা দেবনাথ ও তাঁর স্বামী প্রদীপ দেবনাথ। মেয়ে দোষ করে থাকলে শাস্তি হোক- এটাই বলছেন দেবনাথ দম্পতি।

২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর সকালে কলকাতায় কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন প্রজ্ঞা দেবনাথ। তারপর আর আর বাড়ি ফেরেননি। অনেক চেষ্টা করেও মেয়ের খোঁজ পাননি গীতা ও প্রদীপ। হঠাৎ কিছুদিন পর মাকে ফোন করে প্রজ্ঞা জানিয়েছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বাংলাদেশের ঢাকায় রয়েছেন। মেয়েকে অনেক বুঝিয়েছিলেন মা। বাড়ি ফিরে আসার জন্য কাতর আবেদনও জানিয়েছিলেন। কিন্তু কোনও কথা শোনেননি মেয়ে। প্রজ্ঞার বাবা প্রদীপ দেবনাথ দিনমজুর। কখনও কাজ থাকে, কখনও নয়। সেলাই করে সংসারের চাকাটা সচল রাখেন গীতা। এই অভাবের সংসারেও এক ছেলে ও এক মেয়ের লেখাপড়া যাতে কোনও ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কড়া নজর ছিল তাঁদের।

গীতা জানান, প্রজ্ঞা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটো পরীক্ষাই সেকেন্ড ডিভিশনে পাশ করেন। এরপর ধনেখালি কলেজে সংস্কৃতে অনার্স নিয়ে ভর্তি হন। কিন্তু তৃতীয় বর্ষের পড়া সম্পূর্ণ না করেই বাড়ি থেকে বেরিয়ে যান।স্থানীয় সূত্রে খবর, লেখাপড়া চলাকালীনই কয়েকটি সংগঠনের সঙ্গে প্রজ্ঞা যুক্ত হয়ে পড়েছিলেন বলে জানতেন পড়শিরা। তাঁরা জানান, বাড়িতে ও পাড়ায় বহিরাগতদের আনাগোনা বাড়ছিল। রাতের দিকে বাইরের লোকজনের আনাগোনায় দুয়েকবার আপত্তিও জানিয়েছেন কেউ কেউ। অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে বেরিয়ে ফোনে কথা বলতে দেখা যেত তাঁকে। কিন্তু কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়তে পারে পাড়ার চুপচাপ শান্ত স্বভাবের মেয়েটা, ভাবতে পারেননি কেউ।

শুক্রবার, ঢাকার সদরঘাট থেকে আয়েশা জান্নাত মোহনাকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই তাঁকে জেরা করে বাংলাদেশের পুলিশকর্তারা জানতে পারেন, জেএমবির নারী বাহিনীর এই সদস্য আদতে ভারতীয় এবং হিন্দু। যা অবাক করেছে সে দেশের পুলিশ কর্তাদেরও। তাঁরা জানতে পারেন পশ্চিমবঙ্গে নিয়মিত যাতায়াত ছিল মোহনার। পশ্চিমবঙ্গ থেকে সংগঠনের জন্য চাঁদাও সংগ্রহ করতেন তিনি।

spot_img

Related articles

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির দায়িত্বে বিচারপতি সুজয় পাল 

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি ওই আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির...

T20 WC: ভারতের নিরাপত্তা নিয়ে ভিত্তিহীন প্রচার, বাংলাদেশের দাবি খারিজ করল আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) যত এগিয়ে আসছে ততই  বিতর্ক বাড়ছে  বাংলাদেশকে (Bangladesh) নিয়ে। সোমবার সারা দিন সরগরম...

নৃতাল ছন্দ ডান্স সেন্টার: বেলঘরিয়ায় উৎসব! নৃত্যের ছন্দে তিন দশকের পথচলা

জীবনের প্রতিটি বাঁকে যেমন ছন্দ লুকিয়ে থাকে, তেমনই নাচ-গান-কবিতা-নাটকের পথে সেই ছন্দকে আঁকড়ে ধরে তিন দশক পার করল...

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই...