রাজ্যের জল প্রকল্প নিয়ে কেন্দ্রের আমলার ‘উচ্ছ্বাস সার্টিফিকেট’

রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় সরকার। বাঁকুড়া জেলার জলের কাজ নিয়ে ট্যুইট করেছেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সচিব দুর্গাশঙ্কর মিশ্র। রাজ্যের কাজে কেন্দ্র খুশি এবং সন্তুষ্ট তা পরিষ্কার করে দিয়েছেন তিনি।

কোন জল প্রকল্প? জল, নিকাশি, পরিবহন এবং উদ্যান সংক্রান্ত কেন্দ্রের এই অমরুত প্রকল্প। তার সঙ্গে সাযুজ্য রেখে এই রাজ্যের ৪২টি পুর-এলাকায় বৃহৎ জল প্রকল্প শুরু হয়েছে, যার মধ্যে বাঁকুড়ার পুর-এলাকার কাজ প্রায় শেষ। একইরকম ভাবে শেষের মুখে আসানসোল, শ্রীরামপুর, এবং উলুবেড়িয়ার জল প্রকল্পের কাজ। বাঁকুড়া পুর এলাকায় প্রথম ধাপে ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে আর দ্বিতীয় ধাপে ১৬ কোটি টাকা ব্যয় হবে। করোনা আবহের মধ্যেও বাঁকুড়ার এই কাজ চলছে পুরোদমে। পুজোর আগেই এই কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দিন কয়েক আগে রাজ্যের উদ্যান প্রকল্পের ছবি দেশের সামনে তুলে ধরে প্রশংসা করেছিলেন। এবার বাঁকুড়ায় জল প্রকল্পের। বাঁকুড়ায় জল সমস্যা প্রবল। সেখানে লকডাউনের মাঝে এই দ্রুতগতিতে কাজ কেন্দ্রের আমলাকে যে যার পর নাই খুশি করেছে, তা বলার অপেক্ষা রাখে না।