Sunday, January 11, 2026

ফিরে গেল অ্যাম্বুল্যান্স, বাড়ির উঠোনেই কবর দিতে হল ভাইরাস আক্রান্তের মৃতদেহ!

Date:

Share post:

বনগাঁ , শ্যামপুকুরের পর এবার কোলাঘাট।
ফের অমানবিক চিত্র দেখা গেল রাজ্যে! খবর দেওয়ার পরেও অ্যাম্বুল্যান্স এল দেরিতে। বাড়িতেই মৃত্যু হল ভাইরাস আক্রান্ত রোগীর। কোনও রকম সাহায্য না করেই ফিরে গেল স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স। বাধ্য হয়ে মৃতদেহ কবর দেওয়া হল বাড়ির উঠোনে! এমনই অভিযোগ কোলাঘাটের এক পরিবারের।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, গত সপ্তাহের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন কোলাঘাটের এক বৃদ্ধ। নাম সনাতন প্রধান। পরের দিনই তাঁকে ভাইরাস পরীক্ষা করার জন্যে নিয়ে যান তাঁর ছেলে। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বৃদ্ধকে হাসপাতলে ভর্তি করতে বলেন চিকিৎসক। এরপরে বৃদ্ধের দুই ছেলে অ্যাম্বুল্যান্সে খবর দেন। অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে বলে জানানো হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সনাতনবাবুর অবস্থার অবনতি ঘটতে শুরু করে। অভিযোগ, স্বাস্থ্য দফতরের অ্যাম্বুল্যান্স যখন তাঁর বাড়ির দোরগোড়ায় পৌঁছয় তখনই তাঁর মৃত্যু হয়। ফলে অ্যাম্বুল্যান্সের চালক জানান, তাঁরা মৃত ব্যক্তির দেহ বহনে অপারগ, এক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, অ্যাম্বুল্যান্স চলে যাওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের জন্যে হাপিত্যেশ করে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন মৃত সনাতন প্রধানের বাড়ির লোকজন। অনেকক্ষণ পর সরকারি দফতরের কয়েকজন সেখানে এসে দুটি পিপিই কিট মৃতের দুই ছেলের উদ্দেশে ছুঁড়ে দিয়ে বলেন কিট পরে তাঁর বাবার শেষকৃত্যের ব্যবস্থা করতে। কোনও উপায় না পেয়ে তাঁর দুই ছেলে বাড়ির উঠোনেই কবর দেন বৃদ্ধের মৃতদেহ।

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...