এই মহামারির প্রভাব থাকবে কয়েক দশক ধরে, সতর্ক করল হু

চিনে প্রথম সংক্রমণ ছড়ানোর পর ছ’মাসের বেশি সময় কেটে গিয়েছে। করোনাভাইরাসের বিশ্ব মহামারির প্রভাব এরপরেও এতটুকু কমেনি। বরং সংক্রমণের আরও বিপজ্জনক চেহারাই দেখা যাচ্ছে। অব্যাহত মৃত্যুমিছিল। এই পরিস্থিতি বিশ্লেষণ করে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) -এর এমার্জেন্সি কমিটি জানালো যে আগামী কয়েক দশক ধরে বিশ্বে এই মহামারির প্রভাব অনুভূত হবে। এখনও পর্যন্ত ৬ লক্ষ ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা মহামারিতে। সংক্রমিত প্রায় ১ কোটি ৭৪ লক্ষ। গত বছরের ডিসেম্বরে চিনের উহান থেকে এই ভাইরাসের প্রকোপ শুরু হয়। এরপর সারা বিশ্বে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৮ জন সদস্য ও ১২ জন পরামর্শদাতাকে নিয়ে সম্প্রতি বৈঠকে বসেছিল সংস্থার এমার্জেন্সি কমিটি। এটা ছিল তাদের চতুর্থ বৈঠক। বৈঠকে হু-এর প্রধান ড.টেড্রস অ্যাডানম ঘেব্রেইসাস বলেন, ৬ মাস আগে যখন আমাকে পাবলিক হেলথ এমার্জেন্সি ঘোষণা করতে বলা হয়েছিল, তখন আক্রান্ত ছিলেন ১০০ জনেরও কম, চিনের বাইরে কারও মৃত্যু হয়নি। এরকম অতিমারি শতাব্দীতে একবারই হয়। এর প্রভাব থাকবে অন্তত কয়েক দশক ধরে। এর আগে সোমবার করোনার সংক্রমণকে বিশ্বের ইতিহাসে ভয়ংকরতম মহামারি হিসেবে উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল। তিনি জানান, এর চেয়ে আপৎকালীন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এর আগে কখনও পড়তে হয়নি। তাঁর কথায়, এই নিয়ে ষষ্ঠবার স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে নিশ্চিতভাবেই বলা যায়, এই ছ’বারের মধ্যে এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি।