আমেরিকায় নিষিদ্ধ হবে টিকটক, জানালেন ট্রাম্প

ভারতের পথে আমেরিকা। জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক আগেই নিষিদ্ধ হয়েছে ভারতে। এবার সেই একই সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় আমরা চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করব। কারণ আমাদের কাছে খবর আছে এই অ্যাপের মাধ্যমে চিন সরকার মার্কিন সংস্থাগুলির উপর গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। আমরা কোনও অবস্থায় জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করতে পারি না। যদিও আমেরিকার অভিযোগ মানতে চায়নি টিকটকের পরিচালনকারী সংস্থা বাইটড্যান্স। তাদের বক্তব্য, এই সংস্থার সঙ্গে চিন সরকারের কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই কারণ দেখিয়ে ইতিমধ্যেই দুদফায় ১০৬ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। শুরু থেকেই ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে আমেরিকা। এবার সবচেয়ে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করে চিনকে একই বার্তা দিতে চলেছে ট্রাম্পের দেশও।

 

Previous articleএই মহামারির প্রভাব থাকবে কয়েক দশক ধরে, সতর্ক করল হু
Next articleকলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির প্রস্তুতি শুরু জেলাতেও