Thursday, August 21, 2025

পঞ্জাবে বিষমদ খেয়ে মৃত ৩৮, তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিষমদ খেয়ে পঞ্জাবে মৃত্যু হল ৩৮ জনের৷ এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ বুধবার রাত থেকে অমৃতসর, বাটালা ও তর্ন তরন জেলা মিলিয়ে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে মোট ৩৮ জনের৷ বিষ মদ খেয়ে আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় তর্ন তরন জেলায় মারা গিয়েছেন ১৩ জন, অমৃতসরে ১১ ও ৮ জনের মৃত্যু হয়েছে বাটালা জেলায়৷ পঞ্জাবের ডিজিপি দীপঙ্কর গুপ্তা জানিয়েছেন, প্রথমে গত ২৯ জুলাই রাতে অমৃতসরের দুটি গ্রাম থেকে বিষমদ খেয়ে ৫ জনের মৃত্যুর খবর আসে৷ তারপর মৃতের সংখ্যা বাড়তে শুরু করে৷ শুক্রবার রাতে এই ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়ায় ৩৮।

ইতিমধ্যেই পুলিশ  অমৃতসরের মুছাল গ্রাম থেকে বলবিন্দর কউর নামে একজনকে গ্রেফতার করেছে৷ মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, ঘটনায় দোষীদের কড়া শাস্তি হবে৷ একই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছেন, রাজ্যজুড়ে বেআইনি মদের ঠেক ভাঙার অভিযান চালানোর জন্য৷ অমরিন্দর সিং শুক্রবার টুইট করেন, ‘বিষমদে মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি। জলন্ধর ডিভিশনের কমিশনার এই তদন্ত পরিচালনা করবেন। সংশ্লিষ্ট জেলাগুলির এসএসপি এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা তাঁকে সহায়তা করবেন। দোষীদের রেহাই মিলবে না।’

spot_img

Related articles

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...