সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একের পর এক রহস্য দানা বাঁধছে। সুশান্ত মৃত্যুর পর তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। অভিনেতার বাবার এফআইআর-এর পর তৎপর হয়েছে বিহার পুলিশ। এরই মধ্যে সুশান্ত মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর বক্তব্য, সুশান্তকে খুন করার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়নি তো?

টুইটে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, “কুপার হাসপাতালের চিকিৎসকরা ফরেন্সিক থেকে সুশান্তের ভিসেরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। তা এখনও দেওয়া হয়নি কেন? তাহলে কি প্রথমে বিষ খাওয়ানোর পর সুশান্তকে ফাঁস দিয়ে ঝোলানো হয়?”

যদিও এই প্রথম নয়। সুশান্তের মৃত্যুর পর একাধিকবার মুখ খুলেছেন বিজেপি নেতা। এর আগে তিনি প্রশ্ন করেন, “সুশান্ত সিং রাজপুত মামলায় মুম্বই পুলিস এফআইআর দায়ের করেনি কেন? ময়না তদন্তের রিপোর্টই চূড়ান্ত বলা হয়েছে কেন?” এর কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, “তাঁকে বিষ দেওয়া হয়েছিল কিনা তা জানতে চিকিৎসকরা ফরেন্সিক থেকে সুশান্তের ভিসেরা রিপোর্ট পাওয়ার অপেক্ষা করছেন।তাঁর নখের নমুনাও পাঠানো হয়েছে।”
Why has the viscera report asked by Cooper Hospital doctors to Forensic not yet sent—on whether SSR was poisoned first before doing a sham hanging?
— Subramanian Swamy (@Swamy39) August 1, 2020