Friday, January 2, 2026

তৃণমূলের জেলা নেত্রীকে দলে নিয়ে কেন বিপাকে বিজেপি, জানুন

Date:

Share post:

দলবদলের খেলায় নেমে এবার বিপাকে পড়লো রাজ্য বিজেপি। তৃণমূলের এক জেলা পরিষদ সদস্যাকে দলে টানায় দলীয় কোন্দলের মুখে পড়েছে গেরুয়া শিবির। যা বুমেরাং হয়েছে বিজেপির জন্য। তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদের এক সদস্যা সম্প্রতি কলকাতায় বিজেপির সদর দফতরে এসে পদ্মফুলের পতাকা তুলে নেন। আর সেই খবর পৌঁছতে তাঁরই এলাকার আদি বিজেপি কর্মীরা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।

গত শুক্রবার কলকাতায় এসে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে দলে যোগ দেন তৃণমূলের ওন্দার নেত্রী তথা জেলা পরিষদ সদস্যা বাণী হাজরা। দীর্ঘ বিতর্ক মিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে অযোধ্যায় মন্দিরের ভূমি পুজো হয়েছে। আর তাতেই উদ্বুদ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান বাণীদেবী।

তবে তাঁর এই যোগদানের পর জেলা বিজেপি নেতৃত্বের একাংশ প্রবল বিদ্রোহ দেখাতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। বাণীদেবীকে দলে নেওয়ার বিরোধিতা করে ওন্দার চন্দ্রকোনা বুথে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখান। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এলাকায় কাটমানি তোলায় সিদ্ধহস্ত
ওই নেত্রী। তাঁর বিরুদ্ধে এলাকার মানুষ বিক্ষোভও দেখিয়েছিলেন। দুর্নীতিতে ওই জেলা পরিষদ সদস্যার জুড়িমেলা ভার। আর স্থানীয় নেতা-কর্মীদের অন্ধকারে রেখে
বাণী হাজরাকেই দলে নিয়েছে রাজ্য নেতৃত্ব! এটা তাঁরা ভাবতেই পারছেন না।

এখানেই শেষ নয়, তৃণমূল থেকে বহিষ্কৃত ওই জেলা পরিষদ সদস্যার বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের আরও অভিযোগ, বাণী হাজরার জন্যই ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে এলাকা ছাড়া হয়েছিলেন তাঁরা। মার খেতে হয়েছিলো।
তৃণমূলের এই ধরনের বাতিল নেতা-নেত্রীর বিরুদ্ধেই কষ্ট করে জনমত সংগঠিত করেছে বিজেপি, আর এখন তাঁরাই যদি দলে চলে আসেন, তাহলে কার বিরুদ্ধে লড়াই হবে? সাধারণ মানুষের কাছেও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলেই দাবি স্থানীয় নেতা-কর্মীদের। ইতিমধ্যেই কর্মীদের ক্ষোভের কথা রাজ্য নেতৃত্বকে জানিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।

এদিকে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা জানান, বাণী হাজরার মত কয়েক জন নেতা-নেত্রীর চরিত্রের জন্যই জেলায় মানুষের আস্থা হারিয়েছিল তৃণমূল। তাই লোকসভা ভোটের পর থেকেই বাণীদেবীকে কোণঠাসা করে রেখেছিলো দল। এখন তিনি নিজেই বিজেপিতে যাওয়ায় তৃণমূলের সুবিধা হলো বলেই দাবি করেছেন শ্যামল সাঁতরা।

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...