Friday, January 2, 2026

কোচবিহারে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ শৈলেন্দ্র প্রসাদ-সহ ৫০০ জনের

Date:

Share post:

বিজেপি ছেড়ে পাঁচশো দলীয় কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার জেলা বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা জেলা সম্পাদক শৈলেন্দ্রপ্রসাদ সাউ। সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। ছিলেন অনগ্রসর উন্নয়ন কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, কোচবিহার পুরসভার প্রশাসনিক আধিকারিক ভূষণ সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।কোচবিহার জেলা তৃণমূলের কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কোচবিহার সদর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির যে ক্ষমতা তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনের পরে তার অন্যতম কাণ্ডারী শৈলেন্দ্রপ্রসাদ সাউ। তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে পুরসভা এলাকায় তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি হল বলে মত রাজনৈতিক মহলের। তাঁকে দলের পক্ষ থেকে স্বাগত জানান জেলা সভাপতি। বিজেপিতে সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও দল তাঁকে এক ঘরে রাখা হয়েছিল বলে অভিযোগ শৈলেন্দ্রপ্রসাদ সাউয়ের। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি-আদর্শ এবং উন্নয়নের সাথী হিসেবে তিনি কোচবিহার জেলায় তৃণমূলের হয়ে কাজ করবেন”। তাঁর সঙ্গে আরও ৫০০ জন বিজেপির যুব মোর্চার সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরা সকলেই বিজেপির ব্যবহারে ক্ষুব্ধ।

যদিও এই প্রসঙ্গে বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভার মন্তব্য, দলের গুরুত্বহীন নেতা কোথায় গেল তা নিয়ে দলের মাথা ব্যথা নেই। সে চলে যাওয়াতে দলের সাংগঠনিক ক্ষমতা কোনওরকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না’।

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...