Thursday, December 4, 2025

বিশ্বভারতীর অশান্তিতে দল জড়িত? অনুব্রতকে দেখার দায়িত্ব দিলেন মহাসচিব

Date:

Share post:

শান্তিনিকেতনে পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া ঘিরে অশান্তি অব্যাহত। পাঁচিল দিয়ে ঘিরে ফেলার প্রতিবাদে রবিবার থেকে আন্দোলনে নামে স্থানীয়রা। সোমবার অশান্তি চরমে পৌঁছয়। নির্মাণ কাজ করতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী মাঠে পৌঁছন। প্রতিবাদে জড়ো হন স্থানীয়রা। উল্টে দেওয়া হয় নির্মাণ সরঞ্জাম। এলাকায় মিছিল করেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরি।

যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরই সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিশ্বভারতীর বিষয়টি দেখার জন্য অনুব্রত মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরির উপস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কোর্টের সিদ্ধান্তে মান্যতা দিয়ে পাঁচিল তোলা হচ্ছে। কিন্তু বিধায়ক নিজে উপস্থিত থেকে পাঁচিল ভাঙছেন।” তবে বিধায়ক সাফ জানিয়েছেন, এলাকার মানুষ এবং বিশ্বভারতীর প্রাক্তনী হিসেবে মিছিলে উপস্থিত হয়েছিলেন তিনি।

spot_img

Related articles

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...