Wednesday, January 14, 2026

চাঁদে হবে পাকা বাড়ি, প্রয়োজন মানবমূত্র !

Date:

Share post:

এতদিনে হতে চলেছে স্বপ্নপূরণ । চাঁদের মাটিতে হবে বাড়ি। এমনি ওমনি বাড়ি নয়, একেবারে পাকা বাড়ি ! মূত্র দিয়ে তৈরি হবে ইট! আর সেই ইট দিয়ে চাঁদে নির্মাণ করা হবে বাড়ি! এমনই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের (আইআইএসসি) গবেষকরা।

বিজ্ঞানীরা দাবি করছেন, ব্যাকটেরিয়ার মাধ্যমে চাঁদের মাটিতে ভারী কিছু নির্মাণ করা সম্ভব। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একদল গবেষক দিচ্ছেন এই স্বপ্ন সত্যি হওয়ার হাতছানি। তাঁদের দাবি, চাঁদের মাটিতে ইট তৈরি করার প্রক্রিয়া তাঁরা মাথা খাটিয়ে বের করে ফেলেছেন।

আইআইএসসি এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদের মাটির সঙ্গে মানুষের মূত্রে থাকা ইউরিয়া মেশানো হলে সেটি বিক্রিয়ার মাধ্যমে ইট জাতীয় উপাদানে পরিবর্তিত হতে পারে। আর চিরাচরিত সিমেন্টের পরিবর্তে গুয়ার গাম অর্থাৎ এক জাতীয় আঠা দিয়ে গাঁথা হবে সেই ইট।  আর এইসব দিয়েই তৈরি হবে চাঁদে স্বপ্নের বাড়ি।

সম্প্রতি সিরামিকস ইন্টারন্যাশনাল এ প্রকাশিত দুটি গবেষণার অন্যতম লেখক তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অলোককুমার বলেন, এটা সত্যিই দারুণ উত্তেজনার। কারণ এখানে দুটি পৃথক ক্ষেত্র অর্থাৎ জীববিজ্ঞান এবং যান্ত্রিক কৌশলকে একসঙ্গে মিলিয়ে কাজ করা হবে।

হিসেব বলছে, এক পাউন্ড উপাদান পৃথিবীর বাইরে মহাকাশে পাঠানোর জন্য ব্যয় হবে কমপক্ষে সাড়ে সাত লক্ষ টাকা। ফলে বাড়ি তৈরি যেন ক্রমশই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। কিন্তু এবার উপায় হল।

আইআইএসসি এবং ইসরোর মিলিত প্রচেষ্টায় চাঁদের মাটির সঙ্গে মানবমূত্রে থাকা ইউরিয়া মিলিয়ে তৈরি করা হবে নির্মাণকার্যের জন্য কাঁচামাল।

spot_img

Related articles

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...